Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাঠকর্মীদের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন গম্ভীর, শেষ টেস্টের আগে উত্তাপ বাড়ছে

ডেস্ক নিউজ
জুলাই ২৯, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভারত-ইংল্যান্ড শেষ টেস্টের মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ বাড়ছে। ওভালে খেলা শুরু হওয়ার দু’দিন আগে বিতর্কে জড়ালেন ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর। মাঠকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন। গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুমকি দিয়েছেন মাঠকর্মীরা।

আজ (মঙ্গলবার) ওভালে অনুশীলন ছিল ভারতের। জানা গিয়েছে, মাঠে যাওয়ার পর সেখানকার ব্যবস্থা দেখে খুশি হতে পারেননি গম্ভীর। মাঠকর্মীদের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেগে যান গম্ভীর। আঙুল উঁচিয়ে কথা বলা শুরু করেন তিনি। বার বার চিৎকার করে তাকে বলতে শোনা যায়, “আমাদের কী করতে হবে সেটা আপনারা বলতে পারেন না।”

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে সেখানে ছুটে আসেন ভারতের বাকি সহকারী কোচরা। তারা গম্ভীরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, ওভালের মাঠকর্মীরা হুমকি দিয়েছেন, গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন তারা। তাতেও নিজের অবস্থান থেকে সরেননি গম্ভীর। তাকে চিৎকার করে বলতে শোনা যায়, “আপনারা গিয়ে যা খুশি করতে পারেন। কিন্তু আমরা কী করব সেটা বলতে পারেন না।”

গম্ভীর ঠিক কোন কোন ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ তা জানা যায়নি। বারবার ‘আমরা কী করব সেটা বলতে পারেন না’, এই কথার মাধ্যমে তিনি মাঠকর্মীদের কী বলতে চেয়েছেন তা-ও প্রকাশ্যে আসেনি। তবে এ টুকু বোঝা গিয়েছে, কোনও বিষয়ে মাঠকর্মীরা তাকে কিছু নির্দেশনা দিয়েছেন। তাতেই ক্ষেপে গিয়েছেন গম্ভীর। ফলে প্রকাশ্যেই বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন তিনি।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের উত্তাপ ধীরে ধীরে বেড়েছে। লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ করেন শুভমান গিলরা। তারপর চতুর্থ টেস্টে বেন স্টোকসের ড্রয়ের প্রস্তাব ভারতীয় দল নাকচ করে দেওয়ায় উত্তাপ আরও বাড়ে। কিন্তু সে সবই ঘটেছিল ম্যাচের মাঝে। এবার খেলা শুরু হওয়ার দু’দিন আগেই নতুন বিতর্ক তৈরি হলো।

চলমান সিরিজের ফয়সালা এখনও হয়নি। দুই জয়ে এগিয়ে থাকায় ইংল্যান্ডের সিরিজ জেতার সুযোগ রয়েছে। ভারতও এই সিরিজ ড্র করতে পারে। সবটাই নির্ভর করছে শেষ টেস্টের ওপর। তাই দু’দলই ওভালে জিততে মরিয়া। সেই কারণেই হয়তো মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি গম্ভীর। মাঠকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছেন। এর ঘটনা কত দূর গড়ায় সে দিকে নজর থাকছে।

অবশ্য মেজাজ হারিয়ে বিতর্কে জড়ানোর ঘটনা গম্ভীরের ক্যারিয়ারে কম নেই। খেলোয়াড় জীবনে পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও কামরান আকমলের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। পরে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন মাঠেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলির সঙ্গে বিবাদ হয়েছিল তাঁর। তার জন্য শাস্তিও পেতে হয়েছিল গম্ভীরকে। এখন তিনি ভারতীয় দলের কোচ। তার পরেও দলের জন্য প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়লেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।