আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা)
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দেবহাটা রিপোর্টার্স ক্লাব। বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “দেবহাটায় ১ বছর ১১ মাস দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা এবং দেবহাটাবাসীর ভালোবাসা আমার প্রশাসনিক কাজকে সহজ করেছে। এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় ও সহযোগিতামূলক, যা আমি আজীবন স্মরণে রাখব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মণ্ডল, সাবেক সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন এবং ক্লাবের নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী।
এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সম্পাদক আছাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া সম্পাদক আবু হাসানসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে ইউএনও মো. আসাদুজ্জামানকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলায় বদলি হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.