Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জাদুঘর বাঁচাতে ৭ হাজার জিও ব্যাগ ফেলছে পাউবো

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)
জুলাই ৩০, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় জরুরি ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ উদ্যোগের অংশ হিসেবে সন্ধ্যা নদীর তীরে ফেলা হচ্ছে ৭ হাজার বালুভর্তি জিও ব্যাগ, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।

পাউবো সূত্র জানায়, ভাঙনরোধে আপাতত ৭০ মিটার এলাকায় এই জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, এতটুকু এলাকা রক্ষা করলেই পুরো জাদুঘর ও গ্রাম রক্ষা সম্ভব নয়।

স্থানীয় কবি ও সচেতন নাগরিক মুহাম্মদ সাঈদ বলেন, “রহিমগঞ্জ গ্রামে দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। পাউবো যে ৭০ মিটার জায়গায় কাজ করছে, তা অপ্রতুল। দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া না হলে জাদুঘরটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।”

স্থানীয়রা অভিযোগ করেন, বীরশ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত এই জাদুঘর দীর্ঘদিন ধরে সরকারি অবহেলার শিকার। প্রতিনিয়ত নদী গর্ভে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হচ্ছে। তারা জাদুঘর ও আশপাশের জনপদ রক্ষায় দীর্ঘমেয়াদি ও কার্যকর প্রকল্পের দাবি জানান।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, “সন্ধ্যা নদীর ওই অংশে আমরা আপাতত ৭০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলছি। তবে ভাঙন যদি চলমান থাকে, তাহলে আমরা আবারো পরবর্তী ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।