সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় জরুরি ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ উদ্যোগের অংশ হিসেবে সন্ধ্যা নদীর তীরে ফেলা হচ্ছে ৭ হাজার বালুভর্তি জিও ব্যাগ, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
পাউবো সূত্র জানায়, ভাঙনরোধে আপাতত ৭০ মিটার এলাকায় এই জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, এতটুকু এলাকা রক্ষা করলেই পুরো জাদুঘর ও গ্রাম রক্ষা সম্ভব নয়।
স্থানীয় কবি ও সচেতন নাগরিক মুহাম্মদ সাঈদ বলেন, “রহিমগঞ্জ গ্রামে দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। পাউবো যে ৭০ মিটার জায়গায় কাজ করছে, তা অপ্রতুল। দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া না হলে জাদুঘরটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।”
স্থানীয়রা অভিযোগ করেন, বীরশ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত এই জাদুঘর দীর্ঘদিন ধরে সরকারি অবহেলার শিকার। প্রতিনিয়ত নদী গর্ভে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হচ্ছে। তারা জাদুঘর ও আশপাশের জনপদ রক্ষায় দীর্ঘমেয়াদি ও কার্যকর প্রকল্পের দাবি জানান।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, “সন্ধ্যা নদীর ওই অংশে আমরা আপাতত ৭০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলছি। তবে ভাঙন যদি চলমান থাকে, তাহলে আমরা আবারো পরবর্তী ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.