সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর)
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজৈর থানা পুলিশ। সোমবার (২৯ জুলাই) রাত ১০:৩০ থেকে ভোর রাত ৩:০০ টা পর্যন্ত টানা এ অভিযান চলে।
রাজৈর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে সেনাবাহিনী সদস্যরা ও রাজৈর থানার পুলিশ অংশ নেয়। অভিযানে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, খুঁটি ও অন্যান্য স্থাপনা এক্সকেভেটর (ভেকু) দিয়ে অপসারণ করা হয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির জানান, অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
স্থানীয় পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে এই অবৈধ দোকানপাট ও স্থাপনা যানজট সৃষ্টি করছিল এবং পথচারীদের চলাচলে বাধা দিচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।