মো. আলমগীর মিয়া,ব্রাহ্মণবাড়িয়া
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন পূর্ব ঘোষণা ছাড়াই অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে পরিদর্শনে যান। বুধবার (৩০ জুলাই) সকাল ১১:৩০ মিনিটে তিনি অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কেন্দ্রে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) ও কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন মৃধাকে সরাইল-২ পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত থাকার কারণে দায়িত্ব অবহেলার দায়ে অপসারণ করেন। পরে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এলাই মিয়াকে এই পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ইউএনও এছাড়াও অরুয়াইল বাজার মাদ্রাসা ও জামে মসজিদ পরিদর্শন করেন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিকায়নে একটি কম্পিউটার প্রদানের ঘোষণা দেন। পরবর্তীতে রাণীদিয়া গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।