অশোক মুখার্জি, কলাপাড়া
প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয় — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে এ সভায় অংশগ্রহণ করেন কলাপাড়া ও গলাচিপা উপজেলার ১০টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অর্ধশতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ।
বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) উদ্যোগে এডিডি ইন্টারন্যাশনালের সহযোগিতায় গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন বি-স্ক্যানের সহ-সমন্বয়কারী মাহাফুজুর রহমান, ফাইন্যান্স পরিচালক সামাদ আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাসলিমা আক্তার, সমাজসেবা অফিসার খায়রুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার স্বপন কুমার, আলোর দিশারী সংস্থার শাহাদাৎ হোসেন এবং সোহার্দ্য সংস্থার আবুল কালাম।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রীর ওপর সরকার কর আরোপ করা হয়েছে, যা তাদের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে এবং জীবনযাত্রা কঠিন করে তুলেছে। তারা দাবি জানান, এই কর প্রত্যাহার করতে হবে। এছাড়াও প্রতিবন্ধী বান্ধব টয়লেট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানে বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.