Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই শহীদদের স্মরণে সাতক্ষীরায় স্কাউটসের শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
জুলাই ৩০, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

বাংলাদেশ স্কাউট সাতক্ষীরার আয়োজনে জুলাই শহীদদের স্মরণে এক শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতিত্ব করেন। বাংলাদেশ স্কাউটস্ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, খুলনা অঞ্চল স্কাউটের সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, জেলা স্কাউটস্ কমিশনার মো: আব্দুল মাজেদ, সহকারী কমিশনার হোসনেয়ারা সাথী, সদর উপজেলা স্কাউট লিডার মো: জহুরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালী বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে শেষ হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় জেলার বিভিন্ন স্কুল কলেজের স্কাউটস প্রতিনিধি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।