সাতক্ষীরা জেলা সংবাদদাতা
“তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের অগ্রসৈনিক” শীর্ষক আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার (৩০ জুলাই) সাতক্ষীরা জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় জেলা সমবায় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পুনরায় সমবায় কার্যালয়ে ফিরে আসে। এরপর কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ নূরুন্নবী। তিনি বলেন, “দেশ গড়ার প্রত্যয়ে তরুণদের শক্তিকে কাজে লাগানো প্রয়োজন। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ করিমুল হক, দেবহাটা উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, সমবায় ব্যাংক লি. সাতক্ষীরার প্রিন্সিপ্যাল অফিসার মোঃ শহিদুল্লাহ হারেজ, শুভ মহিলা সমবায় সমিতি লি. এর সভাপতি শামিমা পারভীন ডেইজি প্রমুখ।
অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভার পূর্বে জেলা সমবায় কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রাম প্রসাদ ঢালী।