কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় মিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান (২৭) ও পোড়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিহাব মেম্বার (৪২)সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে মিরপুর থানা পুলিশ যোগিপুল ও পোড়াদহ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নাশকতা মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ৫ এপ্রিল চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে আওয়ামী লীগের একটি সভায় বিএনপি কর্মী মিরাজুলের গাড়ির হেডলাইট ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পরিবার দাবি করেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে এই গ্রেফতারি হয়েছে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, “আইন শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিরুদ্ধে মামলা চলছে, এবং অভিযান অব্যাহত থাকবে।”