জুলফিকার বাবলু, মাদারগঞ্জ, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা যমুনা হল রুমে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে উপজেলা টাস্কফোর্স কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ’র সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, এনজিও প্রতিনিধি জাহিদ হাসান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি রইছ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মশালার শুরুতে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর আব্দুর রহমান একটি ভিডিও প্রদর্শন করেন।
এসময় তামাক নিয়ন্ত্রণ আইন সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় ও সচেতনতামূলক কাজের ওপর গুরুত্বারোপ করা হয়।