কলাপাড়া প্রতিনিধি,অশোক মুখার্জি
কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মো. নুর উদ্দিন হাওলাদার (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে কলাপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাদুরতলী এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) নুর উদ্দিন হাওলাদার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি আসেন। রাতের খাওয়া-দাওয়া শেষে স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে ঝগড়া হয়। স্ত্রীর সাথে অভিমান করে নুর উদ্দিন হাওলাদার নিজ বসতঘরের সামনের বারান্দার আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
বুধবার (৩০ জুলাই) ভোরবেলা তার বাবা মো. ফারুক হাওলাদার নামাজ পড়ার জন্য উঠে মো. নুর উদ্দিন হাওলাদারের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে কলাপাড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মো. নুর উদ্দিন হাওলাদারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে অফিসার ইন-চার্জ মো. জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। রিপোর্ট প্রাপ্তির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।