Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি ও সাতক্ষীরায় বিশ্ব মানবপা/চার প্রতিরোধ দিবস পালিত

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

“সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি ও সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৫। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি মঙ্গলবার (২৯ জুলাই) পালিত হয়।

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন রাইটস যশোর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং কোইকা-এর আর্থিক সহযোগিতায় ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালি উদ্বোধন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। এতে উপস্থিত ছিলেন আইওএম প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান, রাইটস যশোরের ডেপুটি ডিরেক্টর এস. এম. আজাহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার প্রনব কুমার দাস ও মোঃ সাইফুল ইসলাম, মনোসামাজিক কাউন্সিলর মোঃ শামীম রেজা, ডেস্ক অফিসার ওসমান গণি, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং সাংবাদিকবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, “মানব পাচার একটি গর্হিত এবং সংগঠিত অপরাধ। এর বিরুদ্ধে শুধু আইনি নয়, সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

দিবসটি উপলক্ষে আশাশুনি উপজেলার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ, ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রামীম আব্দুল্লাহ।
উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিমলেন্দু দাশ, রূপান্তর ওয়াশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ ছাইব হোসেন নান্নু প্রমুখ।

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালনের মূল উদ্দেশ্য হলো—মানব পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সকলের মধ্যে প্রতিরোধ গড়ে তোলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।