Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সড়ক দু/র্ঘটনায় ছয় মাসে ২২২ জন নি/হত

মো: আলী আহসান রাজ,ময়মনসিংহ
জুলাই ৩০, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মো: আলী আহসান রাজ,ময়মনসিংহ
ময়মনসিংহের সড়কে-মহাসড়কে বেপরোয়াভাবে চলছে অবৈধ থ্রি-হুইলার, সিএনজিচালিত অটোরিকশা ও মাহেন্দ্র যানবাহন। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর সঙ্গে বাড়ছে মৃত্যু। এসব যানের কারণে গত ছয় মাসে দুর্ঘটনায় মারা গেছে ২২২ জন।

পথচারী ও যাত্রীরা বলছেন, অদক্ষ চালকদের বেপরোয়া গতিতে ত্রিহুইলার যান চালানোর কারণেই ঘটছে দুর্ঘটনা। অভিযোগের কথা স্বীকার করে অবৈধ যানের চালকরাও বলছেন, সড়কে এখন ট্রাফিক আইন কেউ মানে না, এ কারণেই ঘটছে দুর্ঘটনা।

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিংবা আঞ্চলিক সড়কে ভারী যানের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়াভাবে চলছে অবৈধ থ্রি-হুইলার সিএনজি চালিত অটোরিকশা ও মাহেন্দ্র যানবাহন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ময়মনসিংহে গত ছয় মাসে ১৪০টি দুর্ঘটনায় মারা গেছেন ২২২ জন মানুষ, আহত হয়েছেন আরও ১৪২ জন। আর গত জুন মাসেই ৩০টি দুর্ঘটনায় মারা গেছেন ৬৬ জন, আহত হয়েছেন ৪৩।

 

ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারী মাসে ১৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নারী পুরুষ শিশুসহ ৪৪ জন ব্যক্তি মারা গেছেন এবং আহত হয়েছেন ১১ জন। ফেব্রুয়ারি মাসে ৩১টি দুর্ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ২৯ জন।

 

মার্চ মাসে ১৫টি দুর্ঘটনায় নারী পুরুষ শিশুসহ ২৩ জন ব্যক্তি মারা গেছেন এবং আহত হয়েছেন ১৫ জন। এপ্রিল মাসে ২৮টি দুর্ঘটনায় নারী, পুরুষ, শিশুসহ ৩৯ জন ব্যক্তি মারা গেছেন এবং আহত হয়েছেন ২৯ জন। মে মাসে ১৯টি দুর্ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ২২ জনের হয়েছে, আহত হয়েছেন ১৫ জন। জুন মাসে ৩০টি দুর্ঘটনায় ৬৬ জন ব্যক্তি মারা গেছেন এবং আহত হয়েছেন ৪৩ জন।

স্থানীয় পথচারী ও যাত্রীরা বলছেন, সড়কে অবৈধ সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্র চালকরা সম্পূর্ণভাবে অদক্ষ। তাদের কোনও যান চালানোর লাইসেন্স নেই। সড়কে বেপরোয়া গতিতে চলার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বড় গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের নাকের ডগায় এসব যান চললেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের।

বৈধ কাগজপত্র না থাকার কথা স্বীকার করে অবৈধ যান সিএনজিচালিত অটোরিকশার চালক কামরুল জানান, গত বছরের ৫ আগস্টের পর দেশে কেউ ট্রাফিক আইন মেনে যান চালায় না। সড়কে যে যেভাবে পারছে সেভাবেই যানবাহন চালাচ্ছে। সিএনজি অটোরিকশা চালকরা বেপরোয়া গতিতে চলার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

মাহেন্দ্র চালক সামসু জানান, অল্প বয়সের অনেক চালক আছে, যারা বড় যানের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। আগে সড়কে পুলিশ সদস্যদের টহল দেখা গেছে। গত পাঁচ আগস্ট এর পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতার কারণেই এসব দুর্ঘটনা বেশি ঘটছে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ সদস্যদের সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে দুর্ঘটনা কমাতে হলে চালকদের পাশাপাশি সবার সচেতনতা বাড়াতে হবে। অবৈধ যান চলাচল বন্ধে পুলিশ কার্যকরী ব্যবস্থা নিচ্ছে জানান তিনি।

জেলা বিআরটিএর সহকারী পরিচালক আবু নাঈম জানান, সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে নিয়মিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

শুধু কথা নয়, সড়কে দুর্ঘটনারোধে অবৈধ যানবাহন চলাচল বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।