নিজস্ব প্রতিবেদক, নড়াইল
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করেছেন, “আওয়ামী লীগ ভারতের সঙ্গে গোপনে ১০টি চুক্তি করে দেশকে একটি পরাধীন জাতিতে পরিণত করেছে।” তিনি বলেন, “আওয়ামী লীগ দেশের স্বার্থে নয়, বরং ভারতের তাবেদারি করে রাজনীতি করেছে।”
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা আয়োজিত এক বৃহৎ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন, “বাংলাদেশকে ভবিষ্যৎ স্বৈরাচারী শাসনের কবল থেকে রক্ষা করতে হলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার জরুরি। সেই সঙ্গে গণহত্যার বিচার, দেশ ও ইসলামবিরোধী চক্রান্তের মোকাবিলা এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এ পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়ে বিগত বছরগুলোতে ক্ষমতায় ছিল। তাদের শাসনামলে বহু মায়ের কোল খালি হয়েছে। এখনো তারা দেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসনের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।”
চরমোনাই পীর রাজনৈতিক দলগুলোকে শিষ্টাচার রক্ষা করে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “রাজনীতিতে ভিন্নমত থাকবে, কিন্তু একে অপরের বিরুদ্ধে অপমানজনক ভাষা ব্যবহার করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। পতিত ফ্যাসিবাদের আর কোনো সুযোগ যেন এ দেশে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সমাবেশ শেষে চরমোনাই পীর নড়াইল জেলার দুইটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
- নড়াইল-১ (কালিয়া ও সদরের আংশিক) আসনে: মাওলানা আব্দুল আজিজ
- নড়াইল-২ (লোহাগড়া ও সদরের আংশিক) আসনে: অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- দলের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল
- জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু
- ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের নেতা মাওলানা জান্নাতুল ইসলাম
- নড়াইল জেলা সেক্রেটারি এসএম নাসির উদ্দিন
- জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার প্রমুখ।