নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে নির্মমভাবে খুন হয়েছেন রিয়াদ (৩০) নামে এক যুবক। নিহত রিয়াদ নান্দাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের পোড়াবাড়ী গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে রিয়াদের বন্ধু নাদিম মিয়া ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে রিয়াদকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যান পাশ্ববর্তী আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রামের নূরুল ইসলাম কমান্ডারের বাড়িতে। সেখানে রিয়াদকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত নাদিম ও তার পরিবারের সদস্যরা পলাতক।
এলাকাবাসী জানান, নিহত রিয়াদ ও নাদিম পূর্বে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে সম্প্রতি কোনো ব্যক্তিগত বিষয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”