নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ‘শিশুদের জন্মদিন উদযাপন ও উপহার প্রদান অনুষ্ঠান-২০২৫’ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) এপির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপি ম্যানেজার সাগর জন কাস্তার সভাপতিত্বে এবং ঘাসফুল যুব ফোরামের সম্পাদক তোফায়েল হোসেন ও সি-ফোরের সম্পাদক স্নেহা ভর্মণের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও হান্নান মাহমুদ, প্রোগ্রাম অফিসার অর্পনা ঘার্গ্রা এবং সিস্টেম অফিসার মনি সংকর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এ হান্নান আল আজদ, আহসান মাহমুদ কাদের এবং ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী।
অনুষ্ঠান শেষে ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত ৩৬০০ শিশুর মাঝে জন্মদিন উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ আয়োজন শিশুদের মাঝে ভালোবাসা, মর্যাদা ও উৎসাহের বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।