নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়ায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী ও মৎস্য চাষিদের মাঝে ইনসুলেটেড ফিশবক্স বিতরণ করেছে মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উপজেলার বাঁধাল ইউনিয়নের বকুলতলা বাজারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
“কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্য অফিসার ড. আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস, কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মণ্ডল, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার দিপংকর চক্রবর্তী ও FAO প্রতিনিধি ড. রফিকুল ইসলাম খান।
জেলা মৎস্য অফিসার ড. আবুল কালাম আজাদ বলেন, “প্রতি ফিশবক্সে ৮০-৯০ কেজি মাছ এবং ২৫-৩০ কেজি বরফ সংরক্ষণ করা যাবে। দেশে আহরণোত্তর মাছের গুণগত মান নষ্ট হওয়ার হার প্রায় ৩০%। এ প্রকল্পের মাধ্যমে মাছের গুণগত মান রক্ষা ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে।”
প্রকল্পের আওতায় ২০২৩ সালে গঠিত বকুলতলা কমিউনিটি বেইজড অর্গানাইজেশনের (CBO) ২৫ জন সদস্যের মধ্যে এই ফিশবক্স বিতরণ করা হয়, যাদের মধ্যে ১৬ জন নারী ও ৯ জন পুরুষ। প্রত্যেক সদস্যকে একটি করে ফিশবক্স প্রদান করা হয়।