ঈশ্বরগঞ্জ প্রতিবেদক,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় বাবার দায়ের কোপে মোবারক (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের বি-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক পিতা মো. নুরুল্লাহ (৩২) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, নুরুল্লাহ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চিকিৎসা ও পারিবারিক পর্যবেক্ষণে কিছুটা সুস্থতা দেখা দিলে ১৫ দিন আগে তাকে শিকলমুক্ত করা হয়। তবে গত দুই দিন ধরে তার মানসিক অবস্থার আবার অবনতি ঘটে।
বুধবার বিকেলে প্রবল বৃষ্টির সময় নুরুল্লাহ বাড়ির অদূরে একটি জঙ্গলে অবস্থান করছিলেন। এ সময় তার স্ত্রী জাকিয়া বেগম ছাতা নিয়ে ছোট ছেলেকে বাবার কাছে পাঠান। ছাতা হাতে বাবার কাছে যাওয়া মাত্রই নুরুল্লাহ হাতে থাকা দা দিয়ে ছেলের মাথায় সজোরে কোপ দেন। ঘটনাস্থলেই শিশুটি লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উবায়দুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, “ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত নুরুল্লাহকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।