বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দুই নেতার বহিষ্কার আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। একইসঙ্গে তিন দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে ঢাকামুখী কর্মসূচির হুমকি দিয়েছেন তারা।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৬টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী ও মীর রাজিউর রহমান আসাদ।
বক্তব্যে মীর রাজিউর রহমান বলেন, “জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন ১২ জুলাইয়ের কাউন্সিল শেষে ফিরে যাওয়ার পথে হামলার শিকার হন। কিন্তু তদন্ত ছাড়াই কেন্দ্রীয় কমিটিতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে নবনির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। এটি পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।”
তিনি আরও বলেন, “এই দুই নেতাকে ছাড়া বালিয়াডাঙ্গীতে বিএনপির কোনো কার্যক্রম জনগণ মেনে নেবে না। তিন দিনের মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার না হলে আমরা ঢাকামুখী কর্মসূচির ঘোষণা দেব।”
এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট মো. সৈয়দ আলম ও ড. টিএম মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর গত ১২ জুলাই বালিয়াডাঙ্গীতে অনুষ্ঠিত বিএনপির কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরবর্তীতে ফলাফল স্থগিত করে জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিতে বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.