রাসেল আহমেদ, খুলনা
খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের পুত্রবধূ মাহবুবা জেবিন যুক্তরাজ্যে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’–এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাহবুবা জেবিন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পারভেজ মল্লিকের সহধর্মিণী। প্রবাসজীবনে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতা সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মাহবুবা জেবিন বলেন, “আমি সাংবাদিক সমাজের স্বার্থে কাজ করতে চাই। প্রেস ক্লাবের ঐক্য রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং সংগঠনের কার্যকর ভূমিকা নিশ্চিত করাই আমার লক্ষ্য। সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”
উল্লেখ্য, ‘বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন। সংগঠনটি মূলত প্রবাসী সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সংহতি বৃদ্ধিতে ভূমিকা রাখে। আগামী সেপ্টেম্বর মাসে সংগঠনটির ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.