শেখ আরিফুজ্জামান, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব (এফবিএস) এবং ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের জন্য স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ লটারির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিলার নিয়োগ কমিটির সভাপতি অনুজা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ লটারির সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. পিকুল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হারুনার রশীদ, উপজেলা খাদ্য পরিদর্শক আলতাফ হোসেন, বসন্তপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিপি) লিটন কুমার ঘোষ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও প্রার্থীবৃন্দ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪০টি ডিলার পদের বিপরীতে মোট ২০১টি আবেদনপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১৫৩টি আবেদনকে বৈধ এবং ৪৮টি আবেদন বাতিল ঘোষণা করা হয়। পরে উন্মুক্ত লটারির মাধ্যমে ৪০ জনকে চূড়ান্তভাবে ডিলার হিসেবে মনোনীত করা হয়।
অন্যদিকে, ওএমএস কর্মসূচির আওতায় ৩টি কেন্দ্রের জন্য জমা পড়ে ৪৭টি আবেদন। যাচাই-বাছাই শেষে ২৭টি আবেদন বৈধ ঘোষণা করা হয় এবং সেখান থেকে লটারির মাধ্যমে তিনজনকে ডিলার হিসেবে নির্বাচন করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এবারের লটারিতে প্রার্থীদের পেশাগত বৈচিত্র্য ও নতুনদের সুযোগ পাওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে কেউ যেন দুর্নীতি বা অসাধুতা করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
ডিলারদের সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্যবান্ধব ও ওএমএস কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার আহ্বান জানানো হয়।