Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরের চৌগাছায় জামায়াতের মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

যশোর প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা পৌরসভা ও দশটি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ।

বুধবার (৩০ জুলাই) কেন্দ্র ও জেলা সংগঠনের অনুমোদনের পর প্রার্থীদের নাম ঘোষণা করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

চৌগাছা উপজেলা জামায়াতের আমির জানান, আগামীতে স্থানীয় নির্বাচনে পৌরসভায় মেয়র ও ইউনিয়ন পরিরষদে চেয়ারম্যান পদে যাদেরকে প্রার্থী করা হয়েছে তারা হলেন চৌগাছা পৌরসভার মেয়র পদে সাবেক প্যানেল মেয়র, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, পাশাপোল ইউনিয়নে প্রার্থী করা হয়েছে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, সিংহঝুলি ইউনিয়নে প্রার্থী করা হয়েছে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক রহিদুল ইসলাম খান, ধুলিয়ানী ইউনিয়নে প্রার্থী করা হয়েছে ইউনিয়ন জামায়াতের সভাপতি রোকনুজ্জামান, জগদীশপুর ইউনিয়নে প্রার্থী করা হয়েছে সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আব্দুর রহমান, পাতিবিলা ইউনিয়নে প্রার্থী করা হয়েছে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, হাকিমপুর ইউনিয়নের প্রার্থী করা হয়েছে সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন খানকে।

 

স্বরুপদাহ ইউনিয়নের প্রার্থী করা হয়েছে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিনকে, নারায়ণপুর ইউনিয়নের প্রার্থী করা হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তুহিনুর রহমানকে এবং সুখপুকুরিয়া ইউনিয়নের প্রার্থী করা হয়েছে ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিমকে।

 

প্রার্থী ঘোষণার বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ বলেন, ‘আগামী স্থানীয় নির্বাচনে আমরা সকল ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। একটা ইউনিয়ন বাদে বাকি ১০টা ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার মেয়র পদে আমরা প্রার্থী ঘোষণা করেছি। পরবর্তীতে চৌগাছা ইউনিয়নসহ সকল ইউনিয়নের মেম্বার প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।