Nabadhara
ঢাকারবিবার , ৪ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুস্বাদু চিকেন মোমো তৈরি করুন ঘরেই 

Bayzid Saad
জুলাই ৪, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্কঃ
ঘরের বাইরে চলছে কঠোর লকডাউন। সেই সাথে অফিস বন্ধ থাকায় অবসরে কাটছে সময়। এই অবসরে শুধু এইটা সেইটা খেতে ইচ্ছে করে। কিন্তু এই মুহুর্তে বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে চাইলেই ঘরেই ঝটপট স্বাস্থ্যকর খাবার তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চিকেন মোমো। মোমো বিদেশি খাবার হলেও আমাদের দেশে এর জনপ্রিয়তা প্রচুর। এই মোমো তৈরি করা যায় বিভিন্ন উপাদান দিয়ে।
আজ চলুন জেনে নেয়া যাক চিকেন মোমো তৈরির রেসিপি-

প্রয়োজনীয় উপকরণঃ

  • চিকেন কিমা এক কাপ
  • ময়দা এক কাপ
  •  আদা বাটা ১/৪ চা চামচ
  •  রসুন বাটা ১/৪ চা চামচ
  •  গোল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ
  • সয়া সস এক চা চামচ
  • পেঁয়াজ বাটা আধা চা চামচ
  • পানি ১/৪ কাপ
  •  তেল এক টেবিল চামচ
  •  লবণ স্বাদ মতো

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে ময়দা তেল আর লবণ দিয়ে ভালো করে মাখতে হবে, ময়ান যত ভালো হবে মোমো তত নরম হবে। এবার প্যানে তেল গরম করে তাতে কিমা আর বাকি সব উপকরণ একে একে দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন। একটি বাটিতে কিমা ঢেলে ঠাণ্ডা করে নিন। এবার ময়দা মাখাটা দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেল নিন। আর তার ভিতর একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিন, পানি ফুটে উঠলে তাতে মোমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০ থেকে ১২ মিনিট ভাপ দিন।   ভাপ হয়ে গেলে প্লেটে সাজিয়ে গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন চিকেন মোমো।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।