Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা রহিমের স্মরণে দোয়া ও র‍্যালি

Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরবর্তীতে সেখানে নিহত আবদুল রহিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ জনগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, সদস্য সচিব রায়সুল আলম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ।

নেতারা বলেন, “আবদুল রহিম ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের শহীদ। তার আত্মত্যাগ এই সরকারের পতনের আন্দোলনে প্রেরণা হিসেবে কাজ করবে।”

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ জুলাই বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল রহিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।