বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার মুন্নি খানম, উপজেলা মৎস্য অফিসার দেবাশীষ বাছাড়, সহকারী প্রোগ্রামার আসলাম ফেরদাউস প্রমূখ বক্তব্য রাখেন।