ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিম এসইডিপি প্রকল্পে শ্রেষ্ট শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সদর উপজেলা পরিষদের ব্রক্ষপুত্র হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ময়মনসিংহ সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে ৩১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ন চন্দ্র বসাক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.