তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলা শহরের জিয়া সুপার মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (তারিখ দিন) দুপুরে সদর রোডে অবস্থিত মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার রাতে জনৈক সবুজ তার দলবল নিয়ে জিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী দুলালের দোকানে অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এসময় কমপক্ষে পাঁচজন আহত হন, যাদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বক্তারা আরও জানান, এই ঘটনায় ভোলা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে হামলাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছনাইন পারভেজ বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”