Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে এডিপির অর্থায়নে শিক্ষা ও সমাজকল্যাণমূলক উপকরণ বিতরণ

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)
জুলাই ৩১, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় শিক্ষা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা-অনুরাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। তাঁর সক্রিয় নেতৃত্ব ও আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) জাহিদুল ইসলাম ইলিয়াস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তিনটি টব ও তিনটি করে ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় স্কুল ব্যাগ, স্যানেটারি ন্যাপকিন, বাইসাইকেল এবং ক্রীড়া সামগ্রী—যার মধ্যে ছিল ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, ফুটবল, ভলিবল ও নেট।

নারীদের স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হয় সেলাই মেশিন। বিশেষ করে হতদরিদ্র নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণকে আত্মকর্মসংস্থানের একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার পাশাপাশি সামাজিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।