হবিগঞ্জ প্রতিনিধি
অপারেশন ‘ডেভিল হান্ট’-এর আওতায় হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজাহারনামীয় আসামি ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে মাধবপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহনুরের নেতৃত্বে নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাবেদ মিয়া উপজেলার বারাচান্দুরা গ্রামের জামাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জাবেদ মিয়া ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’কে কেন্দ্র করে দায়েরকৃত মামলার (মামলা নম্বর: ৩০) এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জাবেদ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।