Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে চার মাস ধরে স্কুলে অনুপস্থিত শিক্ষক! নিয়মিত নিচ্ছেন বেতন, জড়িয়ে আছেন একাধিক মা/মলায়

স্টাফ রিপোর্টার, নাটোর
আগস্ট ১, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নাটোর 

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এক শিক্ষক কর্তৃক সরকারি বিধি উপেক্ষা করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পরও নিয়মিত বেতন তোলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক বর্তমানে একাধিক মামলার আসামি বলেও জানা গেছে। এ ঘটনায় শিক্ষা প্রশাসন ও অভিভাবকমহলে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির মাধ্যমিক শাখার ধর্মীয় (হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা) শিক্ষক উত্তম কুমার মন্ডল চলতি বছরের ১০ এপ্রিল থেকে টানা ৩ মাস ২১ দিন বিদ্যালয়ে উপস্থিত না থেকেও ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) এর মাধ্যমে মাসিক বেতনভাতা উত্তোলন করেছেন।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উপস্থিতি খাতায় তার নামের পাশে দীর্ঘ অনুপস্থিতির চিহ্ন রয়েছে। শিক্ষার্থীরা জানান, “স্যারকে অনেকদিন ধরে ক্লাস নিতে দেখিনি।”

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তম কুমার মন্ডল বর্তমানে দুইটি গুরুতর মামলার আসামি। এর মধ্যে একটি হলো গত ১৯ মার্চ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারের ওপর হামলার মামলা, যেখানে তিনি প্রধান আসামি। অন্যদিকে, গত ২০ মে গোসাই আশ্রমে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি ২ নম্বর আসামি। এসব ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে উত্তম কুমার মন্ডল সাংবাদিকদের জানান, তিনি অসুস্থ। তবে কোনো ছুটির আবেদন বা চিকিৎসা সংক্রান্ত সনদপত্র তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে দেননি। উল্টো তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আব্দুল জব্বার জানান, “উত্তম কুমার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। তাকে তিনবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তিনি কোনো জবাব দেননি। তাই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা বলেন, “বর্তমানে ইএফটি’র মাধ্যমে সরাসরি বেতন বন্ধের ব্যবস্থা নেই। তবে আগামী আগস্ট মাস থেকে এই সুবিধা চালু হওয়ার কথা রয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।”

স্থানীয় অভিভাবকরা বলেন, “একজন শিক্ষক যদি কর্মস্থলে না গিয়ে মাসের পর মাস বেতন নেন, তা শিক্ষাব্যবস্থার জন্য চরম লজ্জাজনক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে।” তাঁরা দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।