সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
২০২৪ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান’ বা ‘জুলাই বিপ্লব’-এর স্মরণে আগামী ৫ আগস্ট বিজয় র্যালির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের কালীগঞ্জে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। তিনি বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল গণতান্ত্রিক বিজয়। এখন আমাদের দায়িত্ব হলো দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার মো. হুমায়ুন কবির। এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, ফরিদ আহমেদ মৃধা, মো. ইব্রাহীম প্রধান, মনির উদ্দিন পাঠান মিঠু, সালাহ উদ্দিন আহমেদ, রুহুল আমিন মোল্লা, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন ও গাজীপুর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা।
সভায় বক্তারা দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম, ত্যাগ, জেল-জুলুমের পর গণতান্ত্রিক বিজয়ের মুখ দেখেছে বিএনপি। এখন নিজেদের মধ্যে কোন্দল না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পতাকা তলে থাকার আহ্বান জানান নেতারা।
সভায় জানানো হয়, আগামী ৫ আগস্ট বিকেল ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ থেকে একটি ‘বিজয় র্যালি’ বের করা হবে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হবে।