এস এম শরিফুল ইসলাম, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার পুরাতন ধানাইড় এলাকায় মধুমতি নদীর ভয়াবহ ভাঙন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। শনিবার (২ আগস্ট) বিকেলে তিনি উপজেলার জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামে নদী ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, নদী ভাঙনের কারণে এলাকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। বাস্তব চিত্র সরাসরি দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন সর্বদা পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব রিফাত খান, ধানাইড় সামাজিক সংগঠনের পরিচালক মোঃ মুন্না ভূঁইয়া, জয়পুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শেফালী বেগমসহ শতাধিক স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রতি বর্ষা মৌসুমে মধুমতি নদীর প্রবল ভাঙনের শিকার হন তারা। এতে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট বিলীন হয়ে গেছে। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.