Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কবি নজরুল কলেজে নৃ/শংস গ’ণহ/ত্যার আলোকচিত্র প্রদর্শনী

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সংঘটিত নৃশংস গণহত্যার প্রেক্ষাপট তুলে ধরতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কবি নজরুল সরকারি কলেজ শাখা। রোববার (৩ আগস্ট) বাদ মাগরিব কলেজ ক্যাম্পাসের মুক্তমঞ্চে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

‘জুলাই অভ্যুত্থান ও ৬ আগস্ট পতনের ইতিহাস স্মরণে’ শীর্ষক এ আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সাইফুল।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিব বিন হাসান এবং সভাপতিত্ব করেন বায়জিদ মাহমুদ। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

প্রদর্শনীতে ২০২৪ সালের জুলাই মাসজুড়ে চলা আন্দোলনের বিভিন্ন পর্যায় এবং ৬ আগস্টের রাষ্ট্র পরিবর্তনের ঘটনা ধারাবাহিকভাবে আলোকচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়।

 

গণিত বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান মারুফ বলেন,“প্রদর্শনীতে এসে আমার গত বছরের স্মৃতিগুলো ফিরে এলো। ইন্টারনেট বন্ধ থাকায় তখন আমরা অনেক কিছু বুঝতে পারিনি। কিন্তু আজকের এই প্রদর্শনী সেই সময়ের পুরো চিত্র আমাদের চোখে তুলে ধরেছে।”

 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম বলেন,“কিছু ছবি দেখে গায়ের লোম খাড়া হয়ে গেছে। আন্দোলনের সময়কার ভয়াবহতা আর বেদনার মুহূর্তগুলো মনে পড়ে গেল। এককথায় খুব বাস্তব ও শিক্ষণীয় আয়োজন।”

 

আয়োজকরা জানান, আন্দোলনের সত্য ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।