Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ

Bayzid Saad
জুলাই ৬, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাইজীদ সা’দ, ডেস্কঃ

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ও মেডিকেল ‌ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে হতে বিকাল ৫ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে।

জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশাের এরিয়া মেজর জেনারেল মােঃ নূরুল আনোয়ার এর নির্দেশনায় ৮৮ পদাতিক ব্রিগেড এর ব্যবস্থাপনায় টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর সহযােগিতায় ১৪ ই বেংগল কর্তৃক এই মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়।

এ মেডিক্যাল ক্যাম্পেইনে টুঙ্গিপাড়া উপজেলায় সর্বমােট ২৫০ জন রােগীকে সামরিক ও বেসামরিক ৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম চিকিৎসা প্রদান করেন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনোয়ার হোসেন খান বলেন, “গোপালগঞ্জের প্রত্যেকটি উপজেলাতে করোনা আক্রান্ত রোগী রয়েছেন, তাই অনেক রোগী হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে দ্বিধা বোধ করছে। এজন্যই আজকে টুঙ্গিপাড়ায় এই চিকিৎসা ক্যাম্পেইন। ‌ঔষধ ও চিকিৎসা সরঞ্জামাদির সংকুলান করা গেলে পরবর্তীতে গোপালগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলাতে এই ক্যাম্পেইন করা হবে”।

পরে টুঙ্গিপাড়া উপজেলার ১৫০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় ১৪ ইস্টবেঙ্গলের কমান্ডিং অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইসলাম সহ সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।