মামুন মোল্লা, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় জুলাই গণআন্দোলনে শহিদ হওয়া দুই ছাত্রনেতার স্মরণে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহিদ মো. শাহারিয়া শুভ এবং আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে শহিদ মো. মাসুদ রানার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, শহিদ পরিবারের সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ছাত্র-জনতার গণআন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে শাহারিয়া শুভ ও মাসুদ রানা শহিদ হন। তাঁদের আত্মত্যাগ স্মরণে প্রতিবছরই স্থানীয়ভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.