রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার রুপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,প্রয়াত জাফর আহমেদের একমাত্র সন্তানের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ (রুপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সাবেক মনোনীত প্রার্থী শরিফ শাহ্ কামাল তাজ।
প্রয়াত জাফর আহমেদ একজন নিবেদিতপ্রাণ ছাত্রদল নেতা ছিলেন। ছাত্র রাজনীতির দীর্ঘ পথচলায় তিনি দলের আদর্শে অবিচল থেকে কাজ করে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম দুর্দশায় পড়লেও তার রেখে যাওয়া সন্তানটির ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে এলেন শরীফ শাহ্ কামাল তাজ।
সদ্য নেয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, জাফরের একমাত্র সন্তানের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল ব্যয়ভার বহন করবেন তিনি। শিক্ষা উপকরণ, স্কুল ফি, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় খরচের পাশাপাশি তিনি সার্বিক অভিভাবকত্বের ভূমিকা পালনেরও অঙ্গীকার করেছেন।
এ বিষয়ে শরীফ শাহ্ কামাল তাজ বলেন,
“আমরা যারা রাজনীতির মাঠে একজন সহযোদ্ধা হিসেবে প্রয়াত জাফরকে পাশে পেয়েছি, তারা তার পরিবারের প্রতি দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। তার সন্তান যেনো অন্ধকারে না হারিয়ে যায়, এটাই আমাদের অঙ্গীকার।”
এই মানবিক পদক্ষেপটি এলাকায় প্রশংসিত হয়েছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে স্থানীয় জনগণও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে সমাজে দায়িত্বশীলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, শরিফ শাহ্ কামাল তাজ দীর্ঘদিন ধরে খুলনার রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি নানা সামাজিক কার্যক্রমেও ভূমিকা রেখে চলেছেন।