বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শেখ আব্দুল হালিমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪ টায় শেখ আব্দুল হালিম ফাউন্ডেশনের আয়োজনে তার নিজ বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শুকুর আহম্মেদের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিক ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন।