Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে শহীদের স্বীকৃতি পায়নি হতদরিদ্র জাফর, স্ত্রী-সন্তানের মানবেতর জীবন, জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)
আগস্ট ৬, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)

 

ফেনীর জেলগেইটে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বিএনপিপন্থী টমটম চালক জাফর আহম্মদ হত্যার এক বছর পূর্ণ হলেও এখনো তিনি শহীদের স্বীকৃতি পাননি। ফলে হতদরিদ্র এই পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। বিনা চিকিৎসায় ধুঁকছেন স্ত্রী আছিয়া বেগম; মেয়ে সোনিয়াও পড়েছে চরম দারিদ্র্যে। স্বজন ও এলাকাবাসী এই পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

 

২০২৪ সালের ৫ আগস্ট, দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী শহরের পুরাতন জেলখানা এলাকায় নিজাম হাজারীর অনুসারী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন জাফর আহম্মদ। তার স্ত্রী আছিয়া বেগম ওই বছরের ৪ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় জিআর ৩৮২/২৪ নম্বরে হত্যা মামলা করেন। মামলার ৬ নম্বর আসামি ফেনী-৩ আসনের এমপি রহিম উল্লাহসহ এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এজাহারে আরও উল্লেখ করা হয়, তৎকালীন ফেনী-৩ আসনের এমপি মাসুদ চৌধুরী, ফেনী-২ আসনের এমপি নিজাম হাজারী, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার তপন—এই পাঁচজনের নির্দেশে এবং তাদের সরবরাহ করা অস্ত্র দিয়েই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

 

জাফরের পরিবারের অভিযোগ, হত্যার পূর্বদিন সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা জানে আলমের অনুসারীরা তার বাসায় গিয়ে স্ত্রী ও মেয়েকে হুমকি দিয়ে আসে। পরদিন ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিতে গেলে ফেনী পৌরসভার সামনে তাকে ঘিরে ফেলে জানে আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা। প্রকাশ্যে রামদা ও চাপাতি দিয়ে জাফরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

 

একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে পরিবারটি এখন চরম দুর্দশায়। স্থানীয়রা জানান, জাফর ছিলেন নিরীহ, ভদ্র এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ। তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং আন্দোলনে অংশ নিয়েছিলেন বলেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়ালি উল্লাহ জানিয়েছেন, মামলাটি নিয়মিতভাবে তদন্তাধীন রয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

এক বছর পার হলেও শহীদের স্বীকৃতি না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত, সুশীল সমাজ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। ফেনী পৌর বিএনপির সদস্য সচিব ও জাফরের মামলার আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, “প্রকাশ্যে হত্যা করে একটি বছর পার হলেও শহীদ জাফরের নাম তালিকায় না ওঠা অত্যন্ত হতাশাজনক। অবিলম্বে তাকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

 

জাফরের পরিবার ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ফেনী জেলা প্রশাসকের জরুরি মানবিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।