কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
প্রানঘাতী করোনা (কোভিট-১৯) সংক্রামন বেড়ে যাওয়ায় কচুয়ায় চলছে লকডাউনের ৬ষ্ঠ দিন, আজ নতুন করোনা পজেটিভ রোগী পাওয়া যায় আরও ০৩ জন। বর্তমান মোট চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ২৪ জন। মোট সুস্থ্য রোগী -৯৩জন।
কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ০৪ জন। আজ ৬ জুলাই করোনা (কোভিট-১৯) এর ১৩ জনের নমুনা টেস্ট করে নতুন আরও ৩ জন করোনা পজেটিভ রোগী পাওয়া যায় । এ নিয়ে কচুয়ায় চিকিৎসাধীন করোনা আক্রান্ত (পজেটিভ) রোগীর সংখ্যা দাড়াল ২৪ জন। কচুয়া হাসপাতাল মোট করোনা টেস্টের জন্য ৬৫১ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ রোগী পাওয়া যায় ১১৭ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.