মাসুদ রানা, চাঁদপুর জেলা প্রতিনিধি
চাঁদপুরে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহরে এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। ৬ আগস্ট (বুধবার) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে এই র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। র্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,
“এক বছর হয়ে গেছে এই অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে, কিন্তু এখনও শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়নি। ভবিষ্যতে তারা তা আদৌ করতে পারবে কিনা—তা নিয়ে সন্দেহ রয়েছে। যদি না পারে, বিএনপি-ই এই বিচার সম্পন্ন করবে।”
তিনি আরও বলেন, “আগামী দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফাভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ। কোনো অপরাধী, মাদকসেবী বা দুর্নীতিবাজের ঠাঁই বিএনপিতে হবে না। নেতা মানে শুধু পদধারী নয়, যারা জনগণের প্রতিনিধি, তারাই প্রকৃত নেতা।”
শেখ ফরিদ আহমেদ আরও সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ফজরের আগেই মিছিল করে ভাষণ দেওয়ার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই—আপনাদের আপা আর আসবে না। সে পালিয়ে গেছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হাজী মোশারফ হোসেন, অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মুনিরা চৌধুরী, ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।
র্যালিটি শহরের ইলিশ চত্বর, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, বাইতুল আমিন চত্বর, কালিবাড়ি মোড়, জেএম সেনগুপ্ত সড়ক হয়ে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নানা রঙে সজ্জিত হয়ে নেতাকর্মীরা এতে অংশ নেন।