Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

MEHADI HASAN
জুলাই ৬, ২০২১ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

করোনা প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপনকারী বাগেরহাটের রামপালের হত দরিদ্র ১শ ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সদরের শ্রীফল তলা ও খামখেয়ালির মোড় এলাকায় স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্রদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন চায়ের দোকানী, নরসুন্দরসহ অসহায় ও দুস্থ ১৩০টি পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

সহায়তার খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেকজনকে দেয়া হয়েছে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি আম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার অসহায় ও হত-দরিদ্রদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ১৩০টি পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত উপজেলার সকলকেই এ খাদ্য সহায়তা প্রদাণ করা হবে বলেও নবধারা কে   জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।