সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দা উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সেবা নিতে গিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার দ্বারা এক নারী লাঞ্চিত ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী আমেনা খাতুন (৫০) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পানিয়াল আদর্শ কলেজের আয়াহ কর্মরত এবং পানিয়াল গ্রামের বাসিন্দা আব্দুল জব্বারের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের দিকে আমেনা খাতুন এনআইডি সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে যান। দীর্ঘদিন ঘুরেও কাজ না হওয়ায় তিনি স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীদের সহায়তা চান। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিম তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তার বুকে ওয়েট পেপার ছুড়ে মারেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও তিনি জানান।
আমেনা খাতুন বলেন, “আমি অনেকদিন ধরেই এনআইডি সংশোধনের জন্য অফিসে ঘুরছি। কাজ না হওয়ায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছি। এতে ক্ষুব্ধ হয়ে সাঈফ আহমেদ নাসিম আমাকে অপমান করেন, গালিগালাজ করেন এবং মারধর করেন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাকে কোনোভাবেই লাঞ্চিত করিনি। বরং তিনিই আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।