Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে বিভিন্ন সরকারি কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক আফিয়া আখতার

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)
আগস্ট ৭, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)

রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। সকাল ১২টায় তিনি দুর্গাপুরে পৌঁছান এবং লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচুবাড়ী, দেবিপুর, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়, দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, দুর্গাপুর পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা চত্বরে ফিতা কেটে ‘জ্ঞানপিঁড়ি’ উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। পাশাপাশি সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এক ভিক্ষুককে একটি দোকানঘরও প্রদান করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা নিয়মিতভাবে মাসে বা প্রতি ১৫ দিন অন্তর উপজেলাগুলো পরিদর্শন করে থাকি। আপনারাও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে আন্তরিক সহযোগিতা করবেন।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম তদারকি এবং গতি আনতেই এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দপ্তরের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।