আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‘গামছা বাউল’ নামে পরিচিত সংগীতশিল্পী ডালিম (৩৪) মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে একটি ডিপটিউবওয়েলের বৈদ্যুতিক মেরামতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডালিম উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আয়ুব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লোকজ ধারার সংগীতচর্চার পাশাপাশি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (BMDA)-এর অধীনে ডিপটিউবওয়েল লাইনে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ডালিম শ্রীপুর গ্রামের একটি বিলে ডিপটিউবওয়েলের বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ শর্টসার্কিটের মাধ্যমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পানিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলেই জানা গেছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
নিহত ডালিম স্থানীয়ভাবে ‘গামছা বাউল’ নামেই পরিচিত ছিলেন। গলায় গামছা বেঁধে নিজস্ব ভঙ্গিতে গান পরিবেশন করে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার গানগুলোতে থাকত লোকজ সুর ও গ্রামীণ সংস্কৃতির ছাপ।
ডালিমের মৃত্যুতে দুর্গাপুর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় বাসিন্দারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সাংস্কৃতিক কর্মী রাশেদুর রহমান রাশেদ বলেন, “ডালিম শুধু একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন না, তিনি ছিলেন আমাদের সংস্কৃতির প্রাণ। তার গান ছিল মাটির গন্ধমাখা। তার এই অকাল প্রয়াণ অপূরণীয় ক্ষতি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.