লিয়াকত আলী খান, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ২০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম-পরিচয় গোপন করে দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেপ্তারকৃত আসামির নাম জসিম উদ্দিন (৫৮)। তিনি হাতিয়া উপজেলার শুল্যকিয়া গ্রামের বাসিন্দা, পিতা ছায়েদুল হক।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, জসিম উদ্দিন একটি জিআর মামলায় আদালত কর্তৃক ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত। সাজা এড়াতে তিনি নিজের নাম ও পরিচয় পরিবর্তন করে ঢাকায় আত্মগোপনে ছিলেন। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার প্রকৃত পরিচয় শনাক্ত করে বৃহস্পতিবার রাতে রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জসিম উদ্দিনকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।