নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়া উপজেলার শোলারকোলা এলাকায় প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা ৫ চোরকে হাতেনাতে ধরে ফেলেছে। আরও দুইজন চোর পালিয়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটে গতকাল (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ৩টার দিকে। ভুক্তভোগী আলভী শেখ (৪৩) জানান, তার স্ত্রী শামিনুর বেগম প্রতিদিনের মতো ছাগল চরাতে পাকা রাস্তার পাশে যান এবং কিছু সময় পর বাড়িতে ফিরে আসেন। পরে স্থানীয় দোকানদার খাদিজা বেগম ও তার ছেলে জাহিদুল শেখ দেখতে পান কয়েকজন যুবক তার ছাগল দুটি একটি অটোরিকশায় করে তুলে নিয়ে যাচ্ছে। তারা সঙ্গে সঙ্গে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে চোরদের ধাওয়া করে।
চোররা একটি কালো রঙের ছাগল (মূল্য আনুমানিক ১৪ হাজার টাকা) ও একটি সাদা রঙের ছাগল (মূল্য ১৫ হাজার টাকা) নিয়ে পালানোর চেষ্টা করছিল। জনতার ধাওয়ায় পাঁচজন চোরসহ চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি আটক করা হয়। পরে তাদের কচুয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটকৃত চোরদের নাম: মীর কাইয়ুম হাসান সুমন (৩০), মো. রাজু শেখ (৩২), মো. রাতুল শেখ (২৬), সামিউল আজিম শ্রাবণ ও আভাশ (২৫), এবং শেখ ইমন (১৯)। অটোরিকশাচালক মো. ইমদাদ শেখকেও আটক করা হয়েছে।
এ ঘটনায় ছাগলের মালিক আলভী শেখ বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান জানান, “উদ্ধারকৃত ছাগল দুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।”