মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ইটভাটা মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় রবিউল ইসলাম মিঠুকে সভাপতি এবং মাহবুব হাসান ফারুককে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি বাবর আলী জোয়ারদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি নাজির আহম্মেদ মুন্নু এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক সেলিম রেজা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবীণ নেতা মোঃ মুছা, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই এবং জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য মাওলানা মহিউল ইসলাম।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব হাসান ফারুক। অনুষ্ঠানে সংগঠনের উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন:
- সিনিয়র সহ-সভাপতি: আক্তারুল ইসলাম
- সহ-সভাপতি: ইয়াকুব আলী গাজী, আয়ুব আলী গাজী
- সহ-সাধারণ সম্পাদক: আব্দুল মালেক, আব্দুল আহাদ
- সাংগঠনিক সম্পাদক: আব্দুল ওয়াদুদ
- সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ জামশেদ আলী
- অর্থ সম্পাদক: হাফিজুর রহমান
- দপ্তর সম্পাদক: আবুল হাশেম মন্টু
- প্রচার সম্পাদক: মোঃ আক্তারুজ্জামান
- ধর্ম বিষয়ক সম্পাদক: আব্দুর রউফ
- সমাজকল্যাণ সম্পাদক: মোঃ কামাল হোসেন
- ক্রীড়া সম্পাদক: তাজাম্মুল হোসেন
এছাড়া ১৮ জনকে নির্বাহী সদস্য এবং ৩ জনকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।