Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভবদহে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা চেয়ে ডিসির কাছে স্মারকলিপি প্রদান

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের ভবদহ অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা নিরসনে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার (৭ আগস্ট) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিছু পদক্ষেপ নিলেও, তার বাস্তবায়নে ধীরগতি এবং তদারকির অভাব রয়েছে। ফলে চলতি বর্ষা মৌসুমে ভবদহসহ আশপাশের প্রায় ১৫০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ক্ষতির মুখে পড়েছে কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বসতবাড়ি।

স্মারকলিপিতে দাবি করা হয়, ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেটের মধ্যে বর্তমানে মাত্র ৮টি গেট খোলা রয়েছে। যদি সব গেট খুলে দেওয়া হতো, তবে পানি দ্রুত অপসারণ সম্ভব হতো। কিন্তু “কারিগরি ত্রুটি”র অজুহাতে বাকি গেটগুলো বন্ধ রাখা হয়েছে, যা “ভিত্তিহীন” বলে উল্লেখ করেন নেতারা। তারা অবিলম্বে সব গেট খুলে দেওয়ার জোর দাবি জানান।

স্মারকলিপিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবির কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে:

  • আমডাঙ্গা খাল খননের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে ক্ষতিপূরণ প্রদান।
  • ভবদহ ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন।
  • ইপিজেড এলাকার বালিভরাটের পানি খালে ফেলা বন্ধ করা।
  • টিআরএম (ট্রাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন প্রক্রিয়া আরও গতিশীল ও বিস্তৃত করা।
  • অবৈধ ঘের উচ্ছেদে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ঘের নীতিমালা কার্যকর করা।

স্মারকলিপিতে সংগঠনের আহ্বায়ক রনজিত বাওয়ালী ও সদস্য সচিব চৈতন্য কুমার পাল স্বাক্ষর করেন।

নেতৃবৃন্দ জানান, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবদহ অঞ্চলের মানুষ আরও দুর্ভোগে পড়বে এবং তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। জলাবদ্ধতা সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা কামনা করেছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।