Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক হ/ত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

 কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

 কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেঁতলে দেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ শাখা।

 

শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা কলেজ মাঠে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসানসহ ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং অপর সাংবাদিক আনোয়ারকে নির্মমভাবে আহত করার ঘটনা কেবল ব্যক্তি হত্যাকাণ্ড নয়, এটি বাকস্বাধীনতা ও গণতন্ত্রের ওপর চরম আঘাত।

সংগঠনের সভাপতি নাহিদ হাসান বলেন, “সত্যনিষ্ঠ সাংবাদিকদের হত্যা মানে একটি জাতিকে অন্ধ করে দেওয়া। এই বর্বরতা রাষ্ট্রের ব্যর্থতা, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতার নির্মম প্রতিফলন।”

 

তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ছাত্র অধিকার পরিষদ ৫ দফা দাবি পেশ করে: ১. দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা

২. সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়া

৩. নিহত সাংবাদিক তুহিনের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদান

৪. প্রতিবাদী সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা

৫. সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ ও প্রশাসনের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করা

 

ছাত্র নেতারা বলেন, “একজন সাংবাদিকের কলম থেমে গেলে একটি জাতির বিবেক নিস্তব্ধ হয়ে পড়ে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।